‘আজাদ হল’-এর কর্মীদের সাহায্যার্থে ওয়েব প্লাটফর্মে অনুষ্ঠান

0
5

অতিমারি আর লকডাউনে বিধ্বস্ত সারা দেশ। বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত বেশিরভাগ মানুষ। বেশি ক্ষতি আর্থিক। এই অবস্থায় পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। খড়গপুর আইআইটি ক্যাম্পাসের আজাদ হল ছাত্র-ছাত্রীদের কাছে অত্যন্ত পছন্দের একটি জায়গা। চারদশক ধরে সেখানে অনুষ্ঠান করছেন বিভিন্ন শিল্পীরা। এই পরিস্থিতিতে আজাদ হলের কর্মীরা সংকটে। তাই তাঁদের সাহায্য কল্পে ওয়েব প্লাটফর্মে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি দেখানো হবে শনিবার রাত ন’টা থেকে। ঊষা উত্থুপ, কৌশিকী চক্রবর্তী এবং শুভেন্দ্র রাও-এর মতো বিশিষ্ট মানুষরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এখান থেকে প্রাপ্ত অর্থ দেওয়া হবে হলের কর্মীদের অনুষ্ঠানটি বিনামূল্যে দেখা গেলেও, সবার কাছেই ত্রাণ সাহায্যের জন্য মুক্ত হস্তে দান দানের আবেদন জানিয়েছেন উদ্যোক্তারা। নীচের লিংকে ক্লিক করে শনিবার রাত নটার অনুষ্ঠান সরাসরি দেখা যাবে।

https://cutt.ly/Strings-Notes-Beats