জিজ্ঞাসাবাদের সময় চাইলে ইডি খারিজ করল রিয়ার আবেদন

0
1

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের সঙ্গে আর্থিক তছরূপের কোনও বিষয় যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখতে মামলা দায়ের করে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বুধবারই এই মামলায় রিয়াকে সমন পাঠিয়েছিল ইডি। সেই অনুযায়ী, শুক্রবার সকাল ১১টায় ইডির দফতরে হাজির হওয়ার কথা ছিল রিয়ার। তবে সেই হাজিরার কয়েকঘণ্টা আগেই নিজের আইনজীবী সতীশ মানেসিন্ধের মারফত রিয়া কেন্দ্রীয় সংস্থার কাছে আবেদন করেন তাঁকে সময় দেওয়া হোক ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য। সূত্রের সেই আবেদন সরাসরি নাকচ করে দিল ইডি,জানাল হাজিরা দিতেই হবে ইডির দফতরে।

রিয়া আবেদনে বলেন, বর্তমানে শীর্ষ আদালতে তাঁর দায়ের করা পিটিশনের শুনানি চলছে, সেই শুনানির রায় না আসা পর্যন্ত ইডির দফতরে হাজিরা দেওয়ার সময়সীমা বাড়ানো হোক।

রিয়ার আইনজীবী সতীশ মানেসিন্ধে বলেন, সুপ্রিম কোর্টের শুনানির কারণে তিনি আপাতত তাঁর বয়ান রেকর্ডের দিন স্থগিতের জন্য অনুরোধ করেছেন।