“মসজিদের শিলান্যাসে কেউ আমন্ত্রণই জানাবে না, ডাকলেও যাবো না”, জানালেন আদিত্যনাথ

0
1

“মসজিদের শিলান্যাসে আমাকে কেউই আমন্ত্রণ জানাবেন না। আমন্ত্রণ জানালেও আমি যাবো না।” খুবই স্পষ্টভাবে একথা জানিয়ে দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ যোগী বলেছেন, “নিজের ধর্মবিশ্বাস প্রকাশের অধিকার তাঁর আছে। শিলান্যাস অনুষ্ঠানে যোগদান নিয়ে প্রশ্ন তোলার মানে হয় না।”

একই ভাবে মসজিদের শিলান্যাসে যেতে যে সন্ন্যাসী হিসেবে তাঁর আপত্তি আছে, সে কথাও রাখঢাক না করেই বলে দিয়েছেন তিনি।

প্রশ্ন উঠেছে, ধর্মনিরপেক্ষ দেশে একটি মন্দিরের শিলান্যাসে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর যাওয়া উচিত কি না? যোগীর উত্তর, ‘‘যখন রাজনৈতিক স্বার্থে নেতারা মাথায় ফেজ টুপি চাপিয়ে ইফতারে যান, তখন ধর্মনিরপেক্ষতায় সমস্যা হয় না? এসব কথা বলার উদ্দেশ্য মানুষ সব জানেন।’’ যোগীকে প্রশ্ন করা হয়, বিকল্প জমিতে বাবরি মসজিদের শিলান্যাসের আমন্ত্রণ এলে যাবেন? যোগী আদিত্যনাথ উত্তরে বলেছেন, “যদি মুখ্যমন্ত্রী হিসেবে প্রশ্ন করা হয়, আমার কোনও ধর্ম বা সম্প্রদায় নিয়ে সমস্যা নেই। কিন্তু এক জন সন্ন্যাসী হিসেবে আমি কোনও ভাবেই যাব না। মসজিদের শিলান্যাসে আমাকে কেউই আমন্ত্রণ জানাবেন না। আমিও যাব না। নিজের ধর্মীয় আস্থা প্রকাশের সব রকম অধিকার আমার রয়েছে।”