বাংলায় করোনা আক্রান্ত ৯০ হাজার ছুঁইছুঁই, ২ হাজারের দোরগোড়ায়

0
1

করোনার ভয়াল গ্রাসে বাংলা। প্রতিদিন আক্রান্ত ও মৃত্যু বাড়ছে বিদ্যুৎ গতিতে। ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। এবার রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২,৯১২ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮৯,৬৬৬ জন। এই ২৪ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে আরও ৫২ জন করোনা রোগীর। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৯৫৪। আজ, শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য ভবন আরও জানিয়েছে, বর্তমানে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ২৪,৬৫২ জন সক্রিয় করোনা রোগী। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,০৩৭ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ৬৩,০৬০।