করোনায় ফের রেকর্ড দেশে! আক্রান্ত ছাড়াল ২০ লক্ষ

0
2

ভারতে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এবার দেশ গত ২৪ ঘণ্টায় আরও ৬২,৫৩৭ জন মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। যা এ পর্যন্ত দেশে একদিনের হিসেবে সর্বাধিক। এই নিয়ে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০,২৭,০৭৪। এই ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে আরও ৮৮৬ জন রোগী। আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, দেশজুড়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬,০৭,৩৮৪ জন রোগী। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪১,৫৮৫ জনের। পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ১৩,৭৮,১০৫ জন। এঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৪৯,৭৬৯ জন।