রিয়ার ‘আদালত বদল’-এর আর্জি সুপ্রিম কোর্টে উড়িয়ে দিলো বিহার সরকার

0
1

অভিনেত্রী রিয়া চক্রবর্তীর করা ‘আদালত বদল’-এর আর্জি স্রেফ “ভ্রান্ত ধারণার বশবর্তী এবং এই আর্জি আদৌ গ্রহণযোগ্য নয়”৷ সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এ কথা জানিয়ে দিলো বিহার সরকার।

বিহার সরকার, সুপ্রিম কোর্টের কাছে তার হলফনামায় বলেছে যে, বিষয়টি তদন্ত করার এখতিয়ার রাজ্য সরকারের রয়েছে। হলফনামায় আরও বলা হয়েছে, আবেদনকারীর জমা দেওয়া এফআইআর-এ সম্পূর্ণ কারণ দেওয়া নেই আর সেই কারণেই তা সিআরপিসির ধারায় ১৭৯-এ প্রত্যাখ্যানযোগ্য।

বিহার সরকার তার হলফনামায় আরও জানিয়েছে যে আবেদক রিয়া চক্রবর্তী সাধারণ অভিযোগ বাদ দিয়ে পক্ষপাতিত্ব প্রমাণ করার জন্য কিছুই উল্লেখ করেননি।

সুপ্রিম কোর্টে বিহার সরকারের দায়ের করা হলফনামায় বলা হয়েছে, উপযুক্ত কোনও তথ্যপ্রমাণ ছাড়া, শুধুমাত্র ‘পক্ষপাতিত্ব হতে পারে’ এমন আশঙ্কায় কোনও ফৌজদারি মামলা অন্য রাজ্যে বা অন্য আদালতে স্থানান্তর হতে পারে না৷ অনুমানের বশবর্তী হয়ে এমন ভাবাও যায়না৷

সুশান্তের বিজনেস ম্যানেজার শ্রুতি মোদিকে আজ ইডির সামনে হাজির হতে বলা হয়েছে। যদিও সিদ্ধার্থ পিঠানিকে শনিবার এই মামলার বিষয়ে এজেন্সির সামনে হাজির হতে বলা হয়েছে।