তৃতীয় লিঙ্গের মানুষদের করোনা চিকিৎসার জন্য শয্যা সংরক্ষণ এম আর বাঙ্গুরে

0
1

করোনার ভয়াল গ্রাস থেকে বাদ পড়ছেন না কেউই। তাই চিকিৎসা ব্যবস্থা ও স্বাস্থ্য পরিষেবায় কোনও খামতি রাখতে চাইছে না রাজ্য সরকার। এবার শহরে তৃতীয় লিঙ্গের মানুষদের করানো আক্রান্ত হওয়ার বিষয়কে মাথায় রেখেই এম আর বাঙ্গুর হাসপাতালে তাঁদের জন্য ৬টি বেড ”ডেডিকেটেড” করা হল। এই প্রথম রাজ্যের কোনও সরকারি হাসপাতালে তৃতীয় লিঙ্গের মানুষদের করোনা চিকিৎসার জন্য বেড নির্দিষ্ট করা হলো।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ৬টি শয্যা শুধুমাত্র তৃতীয় লিঙ্গের মানুষদের চিকিৎসার জন্যই সংরক্ষণ করা হয়েছে। তবে এই করোনা পর্বে গত চার মাসে এখনও পর্যন্ত একজন তৃতীয় লিঙ্গের মানুষ করোনা আক্রান্ত এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসার পর সুস্থ হয়ে তিনি বাড়িও ফিরেছেন। আপাতত আর কোনও তৃতীয় লিঙ্গের মানুষ করোনা আক্রান্ত হয়ে এম আর বাঙ্গুরে এই মুহূর্তে ভর্তি নেই বলেই জানা গিয়েছে।