বাড়িতে বসেই রেশন কার্ড করে ফেলুন

0
2

আপনার যদি রেশন কার্ড না থাকে তাহলে চিন্তার কোনও কারণ নেই ৷ এবার বাড়িতে বসেই স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন ৷ সমস্ত রাজ্যের জন্য একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে ৷ আপনি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের ওয়েবসাইটে গিয়ে রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন ৷

রেশন কার্ডের জন্য কী কী প্রয়োজন দেখে নিন…

১) ব্যক্তিকে ভারতের নাগরিক হতে হবে ৷

২) আবেদনকারী ব্যক্তির কাছে অন্য রাজ্যের রেশন কার্ড থাকলে হবে না ৷

৩) যাঁর নামে রেশন কার্ড তৈরি হচ্ছে তার বয়স ১৮ বছরের বেশি হতে হবে ৷

৪)১৮ বছরের কম বয়সী বাচ্চার নাম তার বাবা মায়ের রেশন কার্ডে সামিল করা হয় ৷

৫)পরিবারের প্রধানের নামে রেশন কার্ড হয়ে থাকে ৷

৬)পরিবারের কোনও সদস্যর অন্য রেশন কার্ডে না থাকা চলবে না ৷

এরপর Apply online for ration card লিঙ্কে ক্লিক করুন ৷
রেশন কার্ড তৈরির জন্য আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট, হেলথ কার্ড বা ড্রাইভিং লাইসেন্স আইডি প্রুফ হিসেবে দিতে পরেন ৷
রেশন কার্ড তৈরির জন্য ৫ থেকে ৪৫ টাকা চার্জ দিতে হতে পারে ৷ আবেদন পত্র ফিল আপ করার পর চার্জ ও অ্যাপ্লিকেশনটি জমা দিন ৷

ফিল্ড ভেরিফিকেশন হওয়ার পর আপনার আবেদন সঠিক হলে রেশন কার্ড তৈরি হয়ে যাবে। এই প্রক্রিয়াগুলি ঠিকমত করলেই আপনি বাড়িতে বসেই তৈরি করতে পারবেন আপনার রেশন কার্ড।