দেশের মধ্যে প্রথম ‘কোভিড ম্যানেজমেন্ট সিস্টেম’ চালু করল রাজ্য

0
2

রাজ্যে চালু করা হল কোভিড ম্যানেজমেন্ট সিস্টেম। এখন থেকে স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গুরুতর অসুস্থ করোনা রোগীদের বিস্তারিত তথ্য দেওয়া থাকবে । যা দেশের মধ্যে সর্বপ্রথম। এই বিষয়টি দেখভালের জন্য ৯৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকের টিম তৈরি হয়েছে।
বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন।
এরই পাশাপাশি এদিন করোনা মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা ঘোষণা করা হয়। কোভিডের সঙ্গে লড়তে দৈনিক ২৫ হাজার পরীক্ষার লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। বৃহস্পতিবার সেই লক্ষমাত্রা পার করে গিয়েছে। এদিন রাজ্যে ২৫ হাজার ৬০০ টি পরীক্ষা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী । করোনা রোগীদের জন্য রাজ্যে শয্যা সংখ্যাও বাড়ানো হয়েছে। বর্তমানে রাজ্যে করোনা রোগীদের জন্য শয্যার সংখ্যা ১১ হাজার ৫৬০টি। আগেই চালু হয়েছে প্লাজমা ব্যাঙ্ক। এবার কর্ড ব্লাড ব্যাঙ্ককেও কাজে লাগানোর কথা ভাবছে প্রশাসন। ১৮০০৩১৩৪৪৪২২২-এই হেল্পলাইন নম্বরটিতে ফোন করলে স্বাস্থ্য দফতরের তরফে সমস্ত সাহায্য মিলবে।