সুশান্ত মামলা: রিয়াকে তলব, কাল জেরা করবে ইডি

0
1

সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় আর্থিক গরমিলের অভিযোগ সামনে আসার পর আসরে নেমেছে ইডি। এক্ষেত্রেও মূল অভিযোগের তির সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। তদন্ত এড়াতে আত্মগোপন করে থাকা রিয়াকে সমন পাঠিয়ে আগামীকাল ৭ অগাস্ট ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিনই তাঁকে জেরা করা হবে। সুশান্তের পরিবার ইতিমধ্যেই রিয়া ও তাঁর ভাই শৌভিক সহ পরিবারের অন্যান্যদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তুলেছে। বলা হয়েছে, রিয়ার চক্রান্তেই সুশান্তের একটি অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা সরানো হয়েছে। সুশান্তের ক্রেডিট কার্ড, চেকবুক, ল্যাপটপ এমনকী ব্যক্তিগত ইমেলের পাসওয়ার্ডও হাতিয়েছেন রিয়া। গত বছর রিয়ার ইউরোপ ট্যুরের খরচও বহন করেছিলেন সুশান্ত। এইসব আর্থিক গরমিলের অভিযোগ নিয়ে রিয়াকে জেরা করতেই তাঁকে কাল তলব করেছে ইডি। মানি লন্ডারিং-এর অভিযোগও খতিয়ে দেখা হবে। এর আগে রিয়ার ঘনিষ্ঠ এক ব্যক্তি স্যামুয়েল মিরান্ডাকেও জেরা করেছেন ইডির অাধিকারিকরা। এই ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ তুলেছে সুশান্তের পরিবার। এখন দেখার কাল রিয়া ইডির মুখোমুখি হন নাকি পালিয়ে বেড়ান।