শিথিল হল রাজ্য স্বাস্থ্য দফতরের নিয়োগ প্রক্রিয়া

0
1

মহামারির আবহে গোটা দেশের সঙ্গে রাজ্যেও বাড়ছে সংক্রমণের সংখ্যা। অবশ্য এদের মধ্যে অনেকেই ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। রাজ্য সরকার সেই সংক্রমণ ঠেকাতে নানান পদক্ষেপ নিচ্ছে। বৃহস্পতিবার এমনই আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
শিথিল করা হল রাজ্য স্বাস্থ্য দফতরের নিয়োগ প্রক্রিয়া । ৫০০ হাউস স্টাফ, ৫৩ মেডিক্যাল অফিসারকে নিয়োগ করা হবে ওয়াক ইন ইন্টারভিউতেই। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগেও একইভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এ কথা জানিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা।