মূল্যবৄদ্ধিতে লাগাম টানতে সুদের হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ৬ সদস্যের মানিটারি কমিটির তিন দিনের বৈঠকের পর বৄহস্পতিবার দ্বিমাসিক আর্থিক নীতি ঘোষণা করেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। বর্তমানে রেপো রেট ৪ শতাংশ এবং রিভার্স রেপো রেট ৩.৩ শতাংশ। মহামারী মোকাবিলায় আরবিআই যে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবে তাও জানিয়েছেন শক্তিকান্ত দাস।
আরবিআই গভর্নর বলেছেন, যতদিন না মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে, তত দিন নির্দিষ্ট সময় অন্তর প্রয়োজনীয় পদক্ষেপ করতে থাকবে আরবিআই। তৃতীয় ত্রৈমাসিকে মুদ্রাস্ফীতি কিছুটা কমবে বলেই মনে করছে আরবিআই। সুদের হার অপরিবর্তিত রাখলেও সোনার পরিবর্তে ঋণ নেওয়ার নীতিতে বদল করেছে আরবিআই। এতদিন সোনা জমা রেখে কোনও আর্থিক সংস্থা বা ব্যাঙ্ক থেকে ঋণ নিলে সোনার মোট মূল্যের ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ পাওয়া যেত। নতুন নীতিতে সেই হার বেড়ে হয়েছে ৯০ শতাংশ।





























































































































