উত্তরপ্রদেশের লগ্নিসভায় তারকা আজ প্রবাসী প্রসূন

0
1

উত্তরপ্রদেশে লগ্নি টানতে বড়সড় সম্মেলন করছে যোগীসরকার। আজ বৃহস্পতিবার তাতে আমন্ত্রিত প্রবাসী বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়। ভার্চুয়াল ভাষণ ছাড়া আজ উপায় নেই। তাতেই থাকবেন ইউনিভার্সাল সাকসেস কর্ণধার ও সিঙ্গাপুর ভারত চেম্বার অফ কমার্সের ভাইস চেয়ারম্যান। এই অধিবেশনে থাকবেন মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং।