দলবদল: পদ্ম ছেড়ে ফের ঘাসফুলে হুমায়ুন

0
3

দলবদলে পদ্ম ছেড়ে ফের ঘাসফুলে হুমায়ুন কবীর। একাধিক বার দলবদলের মুখ রাজ্যর প্রাক্তনমন্ত্রী হুমায়ূন কবীর। বৃহস্পতিবার, দুপুরে বহরমপুরে টেক্সটাইল মোড়ে জেলা তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে দলে ফিরলেন হুমায়ুন। যোগদানের পরেই তিনি মন্তব্য করেন, “বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির কারণে ২০১৯-এর নভেম্বর মাসে বিজেপি থেকে ইস্তফা দিয়েছি”। এই জেলায় তৃণমূলের নতুন ইতিহাস তৈরি হবে বলে আশা প্রকাশ করেন হুমায়ুন।
২০১১ সালে প্রথমবার রেজিনগরে কংগ্রেসের প্রতীকে বিধায়ক নির্বাচিত হন। এরপর যোগদান করেন তৃণমূলে। ২০১৩ উপনির্বাচনে পরাজিত হন হুমায়ুন কবীর। এরপর দলের সঙ্গে মনোমালিন্য হওয়ায় তিনি ফিরে যান পুরনো দল কংগ্রেসে। ২০১৮ সালে পঞ্চায়েত ভোটের পর কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। ২০১৯ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হন হুমায়ুন। ২০১৯ নভেম্বর মাসে বিজেপি থেকে ইস্তফা দেন তিনি। ফের তিনি শাসকদলে ফিরবেন এই জল্পনা বেশ কয়েকদিন ধরে চলছিল। রাজনৈতিক মহলে সেই মতোই বৃহস্পতিবার ফের তৃণমূলে ফিরলেন তিনি!