আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো বৃহস্পতিবার সকাল থেকেই ছিল মেঘলা আকাশ। ন’টা- সাড়ে নটা বাজতে না বাজতেই কলকাতা শহর মহানগরীর উপকণ্ঠে আকাশ কালো করে বৃষ্টি নামে। সোমবারই, আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল মঙ্গল-বুধ-বৃহস্পতি তিনদিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে। কারণ, সেই নিম্নচাপ। সেইমতো গত দুদিন দফায় দফায় বৃষ্টি হয়েছে মহানগর ও সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার, সকাল থেকে বৃষ্টি পড়েই চলেছে। তবে এদিন আবহাওয়া দফতরের সকালের বুলেটিন অনুযায়ী, বেলা বাড়লে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। তার সঙ্গে ফের পারবে তাপমাত্রা। গত দুদিনের বৃষ্টিতে তাপমাত্রার পারদ নেমেছিল স্বাভাবিকের থেকে দুটি ডিগ্রি নীচে। কিন্তু বৃহস্পতিবার থেকে ফের 30 ডিগ্রি আশপাশেই থাকবে মহানগরীর তাপমাত্রা- এমনটাই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।




























































































































