“ভগবান রাম হলেন ভালোবাসা৷ ভগবান কখনই ঘৃণার মধ্যে বিরাজ করতে পারেন না”৷
বুধবার, রাম মন্দির ভূমিপুজোর দিনই এক টুইটে একথা বলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷ তিনি বলেছেন, “মানবিক গুণের কারনেই পুরুষোত্তম ভগবান রাম শ্রেষ্ঠ৷ আমাদের মনের মধ্যে থাকা মানবতার মূল উদ্দীপনার ভিত্তি ভগবান রাম ৷ ” রাহুল বলেছেন, “রাম হলেন সমবেদনা, কখনও নিষ্ঠুরতার মধ্যে তিনি থাকতে পারেন না ৷ রাম হলেন ন্যায়বিচার, তিনি কখনও অবিচারের মধ্যে থাকতে পারেন না”৷