শেষ পর্যন্ত আর বাড়িতে থাকতে পারলেন না। , “যাবো না” “যাবো না” বলেও রাম মন্দিরের ঐতিহাসিক ভূমিপুজো অযোধ্যায় হাজির উমা ভারতী।
আমন্ত্রণ পেলেও গত সোমবারই তিনি জানিয়েছিলেন, করোনা সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতেই অযোধ্যার ভূমিপুজোয় তিনি থাকবেন না। যদিও আজ, বুধবার সময় মতোই রাম মন্দিরের ভূমিপুজো অনুষ্ঠানে উপস্থিত হন বিজেপি নেত্রী উমা ভারতী।
রাম জন্মভূমিতে পৌঁছনোর এই খবর তিনি নিজেই টুইট করে জানান। হিন্দিতে উমা ভারতী লেখেন, “মর্যাদা পুরুষোত্তম রামের মর্যাদা রক্ষা করতে আমি বাধ্য। রাম জন্মভূমির এক প্রবীণ আধিকারিক আমাকে অনুরোধ করেছেন ভূমিপুজোয় থাকতে। তাই আমি এদিনের অনুষ্ঠানে থাকছি।’”
দেখা যায় এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে হাতজোড় করে অভ্যর্থনা জানাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।