এবার করোনা আক্রান্ত দক্ষিণ ২৪ পরগণার মহেশতলার বিধায়ক তথা বর্ষীয়ান তৃণমূল নেতা দুলাল চন্দ্র দাস। তিনি মহেশতলা পুরসভার চেয়ারম্যানও। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন দিন ধরে দুলালবাবুর জ্বর না কমায় একটি বেসরকারি ল্যাবে তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেই টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।
জানা গিয়েছে, কোনরকম ঝুঁকি না নিয়ে বিকেলেই তাঁর স্ত্রী’র নামাঙ্কিত কস্তুরী দাস সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন দুলাল দাস। প্রসঙ্গত, দুলালবাবু সম্পর্কে কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের শ্বশুর। তাঁর মেয়ে রত্না চট্টোপাধ্যায় এখান বেহালা অঞ্চলে দাপটের সঙ্গে তৃণমূল করেন। দুলাল দাসের স্ত্রী প্রয়াত কস্তুরী দাসও মহেশতলার তৃণমূল বিধায়ক ছিলেন।