এবার করোনার বলি বিধাননগরের জনপ্রিয় তৃণমূল কাউন্সিলর

0
1

ফের করোনার বলি এক পরিচিত রাজনৈতিক নেতা। এবার করোনায় মৃত্যু হল বিধাননগরের পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুভাষ বসুর। আজ, বুধবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই তৃণমূল নেতার। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লকডাউন পর্বে এলাকার গরিব পরিবারগুলির কাছ খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে পথে নেমে সাধারণ মানুষকে সচতন করতে প্রতিনিয়ত দেখা গিয়েছে সুভাষবাবুকে।

কিন্তু হঠাৎই গত ২৪ জুলাই অসুস্থ হয়ে পড়েন বিধাননগরের ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুভাষ বসু। জ্বর, শ্বাসকষ্টের উপসর্গ থাকায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরে কোভিড রিপোর্ট পজিটিভ আসে তাঁর।
হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু শেষরক্ষা হল না।