নারায়ণপুরের রামনগরে রামপুজো ঘিরে উত্তেজনা। বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে রামনগরে রাম পুজোর আয়োজন করেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, সেই সময় তৃণমূল নেতা তথা বিধাননগর পুরনিগমের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের অনুগামী আজাদ-সহ তৃণমূল কর্মীরা সেখানে উপস্থিত হয়ে বাধা দেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। এরপর একদল দুষ্কৃতী এলাকায় গিয়ে বোমাবাজি করে এবং বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে নারায়ণপুর থানার পুলিশ এবং ডেপুটি মেয়র গেলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থক এবং স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বুধবার সকাল থেকেই এলাকা যথেষ্ট থমথমে। যেকোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা রয়েছে।