এবার করোনা আক্রান্ত মালদার গাজলের বিধায়ক

0
1

রাজ্যের ফের এক বিধায়ক করোনা আক্রান্ত হলেন। এবার আক্রান্তের তালিকায় মালদার গাজলের বিধায়ক দীপালি বিশ্বাস। বুধবার দীপালিদেবী ও তাঁর স্বামীর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে।

আরও জানা গিয়েছে, গত সোমবার তিনি কলকাতার নেজাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের যুব কল্যাণ দফতর আয়োজিত রাখি বন্ধন উৎসবে অংশ নিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফিরে নমুনা পরীক্ষা করতে দিলে তার রিপোর্ট পজিটিভ আসে।

প্রসঙ্গত, ২০১৬ বিধানসভা নির্বাচনে সিপিএমের প্রতীকে গাজল থেকে নির্বাচিত হয়েছিলেন দীপালি বিশ্বাস। পথে দল পরিবর্তন করে তিনি শাসক দল তৃণমূলে যোগ দেন।