দুর্বল হয়েছে নিম্নচাপ, কমবে বৃষ্টি

0
1

উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে একটানা দু’দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলছে বৃষ্টিপাত। টানা বৃষ্টির ফলে ভ্যাপসা গরম থেকে মানুষের কিছুটা রেহাই মিলেছে। কিন্তু বৃষ্টিপাত ফের কমবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হওয়া অফিসের পূর্বভাস অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়। কারণ, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। তার ক্ষমতাও কমছে।