করোনা আক্রান্ত হয়ে এখন সুস্থ, এমন ১৫০ পুলিশই প্রধানমন্ত্রীর প্রথম স্তরের নিরাপত্তায়

0
1

অযোধ্যায় মেক শিফট হেলিপ্যাডে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হেলিকপ্টার নামামাত্রই প্রধানমন্ত্রীকে পুলিশের একটি বিশেষ দল বলয় করে ঘিরে রাখবে৷ এই দলে তাঁদেরই রাখা হয়েছে, যাঁরা করোনা আক্রান্ত হয়েছিলেন এবং এখন সুস্থ আছেন ৷

কেন এই সিদ্ধান্ত ?

উত্তরপ্রদেশের ডিএসপি দীপক কুমার বলেছেন, “প্রধানমন্ত্রী সুরক্ষায় সুস্থ নিরাপত্তারক্ষীদেরই মোতায়েন করা হয়৷ এই মুহূর্তের কোভিড থেকে সেরে উঠেছেন, এমন ব্যক্তির চেয়ে স্বাস্থ্যবান আর কেউ নেই৷ তাই বাছাই করে ১৫০ জন অভিজ্ঞ পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়েছে৷”

মোটামুটি ৩ ঘণ্টা মোদি অযোধ্যায় থাকবেন৷ পুলিশের ১৫০ জনের ওই বিশেষ দল মোদির নিরাপত্তার দায়িত্বে থাকছে৷ এঁদের প্রত্যেকেরই শারীরিক পরীক্ষা হয়েছে৷ করোনা থেকে এঁরা সেরে উঠেছেন৷ ফলে অ্যান্টিবডি তৈরি হয়েছে শরীরে৷ সংক্রমণ ছড়ানোর ভয় নেই আগামী কয়েক মাস৷ করোনা-মুক্ত নিরাপত্তরক্ষীরা প্রধানমন্ত্রীর প্রথম স্তরের নিরাপত্তায় থাকবেন৷ অযোধ্যা পুলিশের তরফে গত ২৯ জুলাই উত্তরপ্রদেশ পুলিশের ডিজিকে চিঠি লিখে অনুরোধ করা হয়েছিলো, ১৫০ জন এমন পুলিশ দিতে, যাঁদের ২৫ জুলাইয়ের মধ্যে করোনা সেরে গিয়েছে৷ ডিজিপি জানিয়েছেন, ” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে থাকা প্রতিটি নিরাপত্তরক্ষী যেন হয় করোনা-মুক্ত হয়েছেন, বা গত ৪৮ ঘণ্টায় করোনা তাঁদের শরীরে নেগেটিভ থাকে৷ প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য ১৫০ পুলিশকর্মী যথেষ্ট নয়৷ তাই আরও ৪০০ সশস্ত্র পুলিশকর্মী মোতায়েন থাকবে৷ এঁদের প্রত্যেকেরই করোনা ভাইরাস নেগেটিভ এসেছে৷ তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে৷ প্রয়োজন হলে এরা নামবে৷ “