সুশান্ত সিং মৃত্যু মামলা যাচ্ছে সিবিআই-এর হাতে

0
1

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার দেওয়া হলো সিবিআইয়ের হাতে। বুধবার সুপ্রিম কোর্টে একথা জানান সিলিসিটর জেনারেল তুষার মেহতা।অভিনেতার বাবার আর্জিতে সাড়া দিয়ে মঙ্গলবার কেন্দ্রের কাছে সিবিআই তদন্তের সুপারিশ করে বিহার সরকার।

অভিনেতার বাবা কৃষ্ণ কুমার সিং রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে পাটনার রাজীব নগর থানায় এফআইআর দায়ের করেন। এরপরে শীর্ষ আদালতের দ্বারস্থ হন রিয়া। তিনি আবেদন করেন এই ঘটনার তদন্ত করুক মুম্বই পুলিশ। বুধবার রিয়ার আবেদন শোনা হবে বলে শীর্ষ আদালতের তরফে জানানো হয়। এদিন সেখানেই বিহার সরকারের সুপারিশে ইতিবাচক মনোভাব দেখায় কেন্দ্র। একইসঙ্গে এই মামলায় সব পক্ষের জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে তিন দিনের মধ্যে নিজেদের জবাব জানাতে হবে।