আজ অযোধ্যায় রামমন্দিরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার প্রাক্কালে প্রবীণ রাজনীতিবিদ আদবানির মন্তব্য, আজকের দিনটি আমার ও সব ভারতবাসীর কাছেই ঐতিহাসিক, আবেগময়।
১৯৯০ এ সোমনাথ থেকে তিনি অযোধ্যা অভিমুখে যে রথযাত্রায় বেরিয়েছিলেন, সেই স্মৃতি রোমন্থন করে প্রবীণ লালকৃষ্ণ আদবানি বলেছেন, তিনি বিশ্বাস করেন, রামমন্দির ভারতকে এক শক্তিশালী, সমৃদ্ধশালী, সম্প্রীতিতে ভরা দেশ হিসাবে তুলে ধরবে যেখানে সবাই ন্যয়বিচার পাবে, কাউকে বাইরে রাখা হবে না যা সুশাসনের পরাকাষ্ঠা রামরাজ্য নিয়ে আসবে।
তিনি বলেন, ক্ষুদ্র, বিনম্র মনে ভাবি যে, রামজন্মভূমি আন্দোলনের সময় ভাগ্যের ফেরে ১৯৯০ সালে সোমনাথ থেকে অযোধ্যা যাত্রায় বেরিয়ে কেন্দ্রীয় ভূমিকা, কর্তব্য পালন করেছিলাম। ওই যাত্রা অসংখ্য অংশগ্রহণকারীর আবেগ, শক্তি, বাসনার মেলবন্ধন ঘটিয়েছিল। ভারতের সাংস্কৃতিক ও সভ্যতার ঐতিহ্যে শ্রী রামের এক শ্রদ্ধার আসন রয়েছে। রাম হলেন সম্মান, মর্যাদা, মাধুর্য্য ও শৃঙ্খলার মূ্র্ত রূপ। এই মন্দির তাঁর মহান গুণাবলী অনুসরণ করতে সব ভারতবাসীকে উদ্ধুদ্ধ করবে বলে আমার বিশ্বাস।
প্রসঙ্গত, আদবানির বয়স এখন ৯২। দেশে কোভিড অতিমারী সংক্রমণ ঘিরে উদ্বেগ, তাঁর বয়স, সব মাথায় রেখে আজ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুসারে আমন্ত্রিতদের তালিকায় স্বাভাবিক ভাবেই রাখা হয়নি তাঁকে । এ নিয়ে যতই জলঘোলা হোক না কেন, তিনি কিন্তু পুরো বিষয়টি সম্পর্কে সচেতন ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.