ঐতিহাসিক ভূমিপুজোর ভোরে হাওড়ার রামরাজাতলায় অকাল দিওয়ালি

0
1

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই ঐতিহাসিক সূচনা পেতে চলেছে অযোধ্যার বহুচর্চিত রামমন্দির। পূর্ণ তিথিতে হবে ভূমিপুজো ও রাম মন্দিরের শিলান্যাস। যা কার্যত গোটা দেশজুড়ে রামভক্তদের কাছে ঐতিহাসিক দিন।

এই ভূমিপুজো উপলক্ষ্যে যেমন সেজে উঠেছে অযোধ্যা, ঠিক একইভাবে এ রাজ্যের হাওড়াতেও বিজেপির পক্ষ থেকে ভোররাত বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। যেহেতু রাজ্যে আজ বুধবার লকডাউন, তাই লকডাউন শুরুর আগেই বিজেপি কর্মীরা পথে নেমে পড়েন। হাওড়ার একাংশজুড়ে অকাল দেওয়ালির মতো উৎসবের চেহারা নেয়। ভোর থেকে সকাল ৬টা পর্যন্ত এই পুজো-অর্চনা হয়।

“জয় শ্রীরাম” ধ্বনি দিয়ে হাওড়ার রামরাজাতলায় রামের মন্দিরে পুজো দেন বিজেপি সমর্থকরা। মিষ্টি বিতরণ করা হয়। আতসবাজি পোড়ানো হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন
রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় সিং, হাওড়া জেলা সদর সভাপতি সুরজিৎ সাহা।