শুধু ভারত নয়, রামের বন্দনা ও রামায়ণের চর্চা হয় বিশ্বজুড়েই। বুধবার রাম মন্দিরের ভূমিপুজোনের পর মর্যাদা পুরুষোত্তম রামের সর্বব্যাপী প্রভাবের কথা বলতে গিয়ে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রীতিমতো চমকে দিলেন। দেশের একেকটি রামায়ণ সংস্করণের নাম বলেন। যেমন: বাংলায় কৃত্তিবাসী রামায়ণ। এমনকী দাক্ষিণাত্যের কোনো কোনো ভাষায় রামায়ণ উদ্ধৃত করে রামের সেই সংলাপের মানে বোঝান। বিদেশের ক্ষেত্রেও একই । তিনি বলেন, রাম সবার, রাম সর্বত্র বিরাজমান। ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাষায় যেমন রামের ব্যাখ্যা ও রামায়ণের চর্চা হয়, তেমনি বিশ্বের বহু দেশে রাম মর্যাদার সঙ্গে পূজিত হন। মোদি বলেন, ইন্দোনেশিয়ার মত পৃথিবীর সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশে রাম ও রামায়ণের অসাধারণ জনপ্রিয়তার কথা সবাই জানে। রাম ও রামায়ণের চর্চা হয় কাম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, লাওস, নেপাল, শ্রীলঙ্কা, ইরান, রাশিয়া সহ বিশ্বের বহু দেশে।