বর্ষীয়ান সিপিএমনেতা শ্যামল চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় এ কথা জানিয়েছেন শ্যামল চক্রবর্তীর কন্যা অভিনেত্রী উষসী চক্রবর্তী ।
উল্লেখ্য, ভাইরাস আক্রান্ত হয়ে এই মুহূর্তে বাইপাসের একটি হাসপাতালে চিকিৎসাধীন সিপিএমের বর্ষীয়ান নেতা। ভেন্টিলেশনে রয়েছেন প্রবীণ তিনি। বাবার শরীর ভালো নেই, এই খবর ফেসবুকে জানিয়েছিলেন উষসী চক্রবর্তী। অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর বাবার ফুসফুসের সংক্রমণ রয়েছে। তবে এই প্রথমবার নয়, এর আগেও বহুবার একই সমস্যায় ভুগেছেন বর্ষীয়ান নেতা।
প্রবীণ নেতার ভাইরাস পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজেটিভ আসে। রবিবার রাতে তাঁর অবস্থার অবনতি হয়। তাঁকে ভেন্টিলেটর সাপোর্ট দিতে হয়। তবে চিকিৎসকরা জানিয়েছেন সোমবার তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে।





























































































































