রাত পোহালেই মাসের প্রথম লকডাউন, রাম মন্দিরের ভিত পুজো নিয়ে তৎপর গেরুয়া শিবিরও

0
2

করোনা মোকাবিলায় ফের এক লকডাউন। রোটেশন পদ্ধতিতে এটাই চলতি অগাস্ট মাসের প্রথম লকডাউন। যা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক। একদিকে রাজ্য প্রশাসন ফের রাজ্যজুড়ে কমপ্লিট লকডাউন করতে বদ্ধ পরিকর। একইভাবে অযোধ্যায় বহু চর্চিত রাম মন্দিরের ভিত্তি প্রস্তর অনুষ্ঠান ঘিরে সরগরম এ রাজ্যও।

বুধবার পূর্ণাঙ্গ লকডাউনের মধ্যেই কলকাতার গড়িয়াহাট মোড়, রাসবিহারী মোড়, হাজরা মোড়, ৫নং গড়িয়া মোড়, এন্টালি মোড়, পদ্মপুকুর মোড় এবং বড়বাজারে পূজোর করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বহিন্দু পরিষদ। আবার করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী পুলিশকে কড়া হাতে লকডাউন মোকাবিলার নির্দেশ দিয়েছেন। এমনকি বুধবার থেকে আনলক ৩-এ কেন্দ্রের নির্দেশে জিম ও যোগা কেন্দ্রগুলি খোলার কথা ছিল। কিন্তু রাজ্য কেন্দ্রকে জানিয়ে দিয়েছে বুধবার বাংলায় কমপ্লিট লকডাউন। ৫ অগাস্ট নয় রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ৬ অগাস্ট থেকে জিম ও যোগা কেন্দ্র খোলা হবে।

এরকম এক পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় পূজো অর্চনায় কতটা ছাড় দেবে প্রশাসন তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। ইতিমধ্যেই মঙ্গলবার কলকাতা-সহ বিভিন্ন জেলায় বিশ্বহিন্দু পরিষদের উদ্যোগে রাম-লক্ষণ-সীতার পুজো শুরু হয়েছে।