অগাস্ট মাসে সাপ্তাহিক লকডাউনের প্রথমদিনে রাস্তায় নামল পুলিশ-প্রশাসন। বুধবার, বহরমপুর শহরের বিভিন্ন এলাকায় সকাল থেকে নজরদারি করছে পুলিশ। বিনা প্রয়োজনে কেউ ঘোরাঘুরি করলে তাঁদের জিজ্ঞাসাবাদ করে বাড়ি পাঠিয়ে দিচ্ছে পুলিশ। এদিন বহরমপুর বাস স্ট্যান্ড-সহ শহরের বিভিন্ন এলাকায় পুলিশের টহলদারি শুরু হয়েছে। তবে, খুব প্রয়োজন ছাড়া রাস্তায় বের হননি সাধারণ মানুষ।