করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান তৃণমূল বিধায়ক জটু লাহিড়ি

0
1

ফের এক জনপ্রিয় তৃণমূল বিধায়ক করোনায় আক্রান্ত হলেন। এবার মারণ ভাইরাস থাবা বসিয়েছে হাওড়ার শিবপুরের বর্ষীয়ান তৃণমূল বিধায়ক জটু লাহিড়ির শরীরে।বর্তমানে তিনি বাইপাস সংলগ্ন মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, ভালোই আছেন ৮৫ বছর বয়সী এই তৃণমূল বিধায়ক।

পারিবারিক সূত্রে খবর, গত সোমবার জটুবাবুর রক্তচাপ নেমে যাওয়ায় তাঁকে ভর্তি করা হয় স্থানীয় এক হাসপাতালে। সেখানে কোভিড পরীক্ষার জন্য জটুবাবুর লালারসের নমুনা সংগ্রহ করা হয়। এরপর মঙ্গলবার রিপোর্ট পজিটিভ আসলে তাঁকে মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়।

সম্প্রতি, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের প্রয়াণের পর বিধানসভায় তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন জটু লাহিড়ি। সেদিন একাধিক নেতা-মন্ত্রী-বিধায়কের সংস্পর্শে আসতে দেখা গিয়েছিল বর্ষীয়ান তৃণমূল নেতাকে। যা নিয়ে কিছুটা উদ্বেগও তৈরি হয়েছে।