জগিং করতে গিয়ে আমেরিকায় খুন বাঙালি গবেষক

0
1

প্রতিদিনের মতো জগিংয়ে বেরিয়ে ছিলেন তিনি। কিন্তু আর বাড়ি ফেরা হলো না। গত শনিবার জগিং করতে গিয়ে খুন হন ৪৩ বছরের বাঙালি গবেষক শর্মিষ্ঠা সেন। ঘটনা আমেরিকার টেক্সাসের প্লেনো সিটির।

পুলিশ সূত্রে খবর, চিজম ট্রায়াল পার্কের কাছে এক স্থানীয় বাসিন্দা শর্মিষ্ঠার দেহ দেখতে পান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ডাকাতির উদ্দেশে হামলা চালায় একদল। এমনকী যৌন হেনস্থাও করা হয় বাঙালি গবেষকের। ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ২৯ বছর বয়সী ওই যুবকের নাম আবিওনা মনক্রিফ। কলিন কাউন্টি জেলে বন্দি রয়েছে ধৃত।

পারিবার সূত্রে জানা গিয়েছে, মলিকিউলার বায়োলজি ও ক্যানসার নিয়ে গবেষণা করতেন শর্মিষ্ঠা। ছিলেন অ্যাথলিটও। প্রতিদিন নিয়ম করে ভোরবেলা বাড়ির কাছে দৌড়াতেন তিনি। ধানবাদের মেয়ের শর্মিষ্ঠার পড়াশোনা ডি নোবিলী স্কুলে। স্কুল পর্ব শেষে বেঙ্গালুরুতে পড়তে যান। এরপর পাড়ি দেন আমেরিকায়।

টেক্সাসে স্বামী অরিন্দম রায় এবং দুই ছেলে নীল ও রায়ানের সঙ্গে থাকতেন। মায়ের হঠাৎ মৃত্যুতে হতবাক ১২ ও ৬ বয়সি দুই ছেলে। শর্মিষ্ঠা চলে যাওয়া মেনে নিতে পারছে না তাঁর পরিবার। প্লেনো সিটির পুলিশ দফতরের মুখপাত্র ডেভিড টিলি বলেন, ” এই ধরনের ঘটনা বিরল। দ্রুত তদন্ত করে দোষীকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। নজর রাখা হবে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে।”