দিনভর চলবে বৃষ্টি । ভারী বৃষ্টির ফলে ভাসবে দক্ষিণবঙ্গ এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস । তবে বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি হলেও, উত্তরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী দু’দিন বৃষ্টি চলবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আজ সকাল পর্যন্ত আসানসোলে ৬০.৬, বর্ধমানে ৭২.৬, ডায়মন্ড হারবারে ৩.৫, দিঘায় ১৯.৫, মেদিনীপুরে ১৬.০ ও শ্রীনিকেতনে ৩৬.০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ভ্যাপসা গরমের পর বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস। কলকাতায় বৃষ্টিতে স্বস্তি মিলেছে। বৃষ্টির জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি উধাও। সকাল থেকে গরম নেই।
নিম্নচাপ আজ আরও শক্তিশালী হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের রয়েছে ঘূর্ণাবর্ত।

এর জেরে নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি ,দক্ষিণবঙ্গের এই আট জেলায় অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি হয়েছে।






























































































































