ভাইরাস আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যু আরও এক চিকিৎসকের  

0
1

ভাইরাস আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যু হল আরও এক চিকিৎসকের। মঙ্গলবার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল তরুণ চিকিৎসক নীতিশ কুমারের৷ বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর৷ তিনি আরএন টেগোর হাসপাতালের কার্ডিওভাস্কুলার সায়েন্স বিভাগের চিকিৎসক ছিলেন৷ জানা গিয়েছে, ওই চিকিৎসক গত মাসে ভাইরাস আক্রান্ত হয়ে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন৷ দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। মঙ্গলবার মৃত্যু হয় ওই চিকিৎসকের।
উল্লেখ্য, এর আগেও শহর কলকাতায় ভাইরাস আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু হয়েছে৷

ভাইরাস মোকাবিলায় প্রথম সারির লড়াইয়ে চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা রয়েছেন৷ প্রায় দিনই তাঁরা কেউ না কেউ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। অনেকের মৃত্যু ঘটছে যা সত্যিই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে