আজ, ৫ অগাস্ট রাজ্যজুড়ে চলতি মাসের প্রথম লকডাউন। যেহেতু এদিন অযোধ্যার বহুচর্চিত রাম মন্দিরের ভূমিপুজো, তাই লকডাউন নিয়ে প্রবল আপত্তি জানিয়েছিল রাজ্য বিজেপি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিজে মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছিলেন, রাম মন্দিরের ভূমি পুজোর দিন যাতে লকডাউন তুলে নেওয়া হয়। যদিও দিলীপের সেই আবেদনে সাড়া দেয়নি নবান্ন।
তবে এফিন সকালে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে লকডাউন নিয়ে অন্য কথা শোনালেন দিলীপ ঘোষ। এদিন সাতসকালে নিউটাউনে রামের পুজো দিয়ে তিনি বলেন, “৫ অগাস্ট লকডাউন ঘোষণা করে ভালোই করেছেন মুখ্যমন্ত্রী। সকলে বাড়ি থাকবেন। বাড়ি থেকে টিভিতে সব অনুষ্ঠানের লাইভ দেখতে পারবেন।”
এরপরই রাজ্য বিজেপি সভাপতি বলেন, “আমি চাই, প্রতিবছরই ৫ অগাস্ট রামমন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে জাতীয় ছুটি ঘোষণা করা হোক।”






























































































































