অযোধ্যায় ভূমিপুজোয় স্থাপন হলো “জয় শ্রীরাম” খোদাই করা ৯টি বিশেষ ইট

0
1

পবিত্র তিথির পূণ্য লগ্নে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে হয়ে গেল অযোধ্যায় রামমন্দিরের ঐতিহাসিক ভূমিপুজো ও শিলান্যাস। প্রধান পূজারী ও বাছাই করা সেবায়ত ছাড়াও প্রধানমন্ত্রীর সঙ্গে পুজোপাঠ অনুষ্ঠানে ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন পাতিল, সংঘ প্রধান মোহন ভাগবত এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সম্পূর্ণ সামাজিক দূরত্ব বিধি স্বাস্থ্যবিধি পালন করে ভূমিপুজো।

তিথি অনুযায়ী ঠিক সাড়ে বারোটার পূর্ণলগ্নে শুরু হয় ভূমিপুজো। সেই হাজার ১৯৮৯ সাল থেকে গোটা বিশ্বের রামভক্তরা ভূমি পুজোর জন্য ২ লক্ষ ৭৫ হাজার ইট পাঠিয়েছিলেন অযোধ্যায়।

তার মধ্য থেকে ১০০টি ইট ভূমি পুজোর জন্য বাছাই করে তার উপর “জয় শ্রীরাম” খোদাই করা হয়। সেখান থেকে আবার ৯টি বিশেষ ইটকে ভূমিপুজোর সময় স্থাপন করা হলো।