বেইরুটে বিস্ফোরণে নিহতের সংখ্যা ৭০ ছাড়াল, আহত প্রায় চার হাজার

0
1

লেবাননের রাজধানী বেইরুটে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা ৭০ ছাড়াল। আহত হয়েছেন প্রায় চার হাজার মানুষ। মঙ্গলবার যে বিস্ফোরণ ঘটে তা এককথায় ছিল ভয়ানক। বিস্ফোরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় । ভিডিওটিতে দেখা গিয়েছে একটা নয়- পরপর দুটি বিস্ফোরণ ঘটে মঙ্গলবার বেইরুটে ৷

এখনও পর্যন্ত যা খবর, তাতে ৭০-এর বেশি সংখ্যায় মানুষ ঘটনায় নিহত হয়েছেন ৷ পাশাপাশি আহত প্রায় ৪০০০ মানুষ। বন্দর এলাকায় এই বিস্ফোরণের পর উত্তর ও দক্ষিণ লেবানন সব জায়গা থেকেই উদ্ধারকাজের জন্য কর্মীদের পাঠানো হয়েছে ৷ প্রচুর সংখ্যায় অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে ৷  ধ্বংসস্তুপে আরও দেহ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।