অতিমারি আবহেই মশালডাঙায় বিয়ের আসর মজিবর-নুরজাহানের

0
1

গ্রামে নাম মধ্য মশালডাঙা। এক সময় বাংলাদেশের ছিটমহলে ছিল গ্রামটি। এখন ভারতের একটি গুরুত্বপূর্ণ কৃষিক্ষেত্র। কোভিড আবহেই চার হাত এক হল মুজিবর ও নুরজাহানের। এই বিয়েকে কেন্দ্র করে রীতিমতো উৎসবের মেজাজ এলাকায়। মুখে মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই বসেছিল বিয়ের আসর।

বাংলাদেশি ভূখণ্ডে ছিল বলে এক সময়ে এই গ্রামের মেয়েদের বিয়ে বাইরে হত না। এমনকী, বেশিরভাগ ক্ষেত্রেই বাবা-মায়ের নাম পরিবর্তন করে বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠান, এমনকী স্কুল-কলেজে ভর্তি হতে হত এলাকার বাসিন্দাদের। সে সব এখন অতীত। এখন তাঁরা ভারতীয় নাগরিক।
মঙ্গলবার, ভোররাতে মুজিবর ও নুরজাহানের বিয়ে সম্পন্ন হয়। সমস্ত রীতিনীতির মধ্যে ছিল সামাজিক দূরত্ব। এই বিয়েতে বিশেষ কেউ আমন্ত্রিত ছিলেন না। শ্বশুরবাড়িতে বধূবরণ অনুষ্ঠানও হচ্ছে না। পারিবারিক কয়েকজনকে নিয়েই বধূবরণ অনুষ্ঠান হবে বলে জানান এলাকার বাসিন্দা জয়নাল আবেদিন।