২০ অগস্ট রাজীব গান্ধীর জন্মদিনে রাজ্যে লকডাউন শিথিল করার আবেদন ছাত্র পরিষদের

0
1

আগামী ২০ অগস্ট ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী “ভারতরত্ন” প্রাপক প্রয়াত রাজীব গান্ধীর জন্ম দিবস ! দেশজুড়ে প্রতি বছর এই বিশেষ দিনটি প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধায়-সম্মানে স্মরণ করে পালিত হয় জন্ম জয়ন্তী।

বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়েই পালিত হয় রাজীব গান্ধীর জন্মদিন। কিন্তু এবার করোনা আবহে দুর্ভাগ্যবশত সেই দিন রাজ্যে রোটেশন লকডাউন !

কিন্তু কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন এই দিনটিতে যাতে পূর্ণ মর্যাদার সঙ্গে পালন করা হয় সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ জানানো হয়েছে ছাত্র পরিষদের পক্ষ থেকে।

তবে প্রচ্ছন্ন হুমকিও রয়েছে। কলকাতা জেলা ছাত্র পরিষদ জানিয়েছে, যদি তাদের এই অনুরোধ সরকার না মানে, তাহলে তারা দীর্ঘ আন্দোলনের পথে যাবে তারা।