তিনি শুধু ফুটবলার নন, তিনি গ্ল্যামার, পেশির সৌষ্ঠব, স্টাইল, সবমিলিয়ে এক আকাশছোঁওয়া শখ। কী, এখনও বুঝতে পারলেন না? তিনি পর্তুগালের জাতীয় ফুটবলার এবং বর্তমানে জুভেন্তাস তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । আর এহেন রোনাল্ডোর গাড়ির শখ নতুন কিছু নয়। পৃথিবীর অন্যতম সব সুন্দর ও মহার্ঘ্য গাড়ি রয়েছে রোনাল্ডোর গ্যারাজে। কিন্তু করোনা পরিস্থিতিতে গোটা বিশ্ব যখন আর্থিক মন্দায় ভুগছে, তখন যেন অসাধ্যসাধন করলেন রোনাল্ডো। বিশ্বের সবচেয়ে বহুমূল্য গাড়ি বুগাতি লা ভুরিচার নয়ার কিনে ফেললেন রোনাল্ডো।
গাড়িটির মূল্য কত জানেন? জানলে অবাক হবেনই। দুর্দান্ত দেখতে সেই গাড়িটির দাম প্রায় ৮.৫ মিলিয়ন ইউরো, অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় ৭৫ কোটি টাকা। গাড়িটি হাতে পাওয়ার পরই বিশ্বের অন্যতম সেরা খেলোয়ার ইনস্টাগ্রামে গাড়ির সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন। সঙ্গে লিখে দিয়েছেন, ‘আপনি কী দেখবেন, তা নিজেই নির্বাচন করে নিতে পারেন।’ শুধু তাই নয়, গাড়ির সামনের দিকেই ৩৫ বছর বয়সী রোনাল্ডো লিখে দিয়েছেন, ‘CR7’!
অবাক হওয়ার আরও বাকি আছে। জানা গিয়েছে, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গাড়ির মালিক রোনাল্ডোর গ্যারাজে আছে মোট ৩০ কোটি ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২৬৪ কোটি টাকার গাড়ি।
নতুন গাড়িটির
প্রতি ঘণ্টায় গতিবেগ উঠতে পারে ৩৮০ কিমি, মাত্র ২.৪ সেকেন্ডে ৬০ কিমি পর্যন্ত পৌঁছে যেতে পারে।
তবে, এখনই গাড়িটি চালাতে পারবেন না তিনি। সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২১ সালের মধ্যে গাড়িটি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হাতে তুলে দেওয়া হবে।
খালি গায়ে এই অবাক করা গাড়ির সামনে বসে থাকা রোনাল্ডোর ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। রোনাল্ডোকে শুভেচ্ছাও জানিয়েছেন তার ভক্ত, অনুগামীরা।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.