করোনা আক্রান্ত হয়ে বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। এই সংবাদে তাঁর অনুগামী ও পার্টি কর্মীরা উদ্বিগ্ন। কিন্তু ভয় পাওয়ার কারণে নেই। ভালো আছেন সিপিএম নেতা।
আজ, মঙ্গলবার হাসপাতালের তরফে এক মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, সিপিএম নেতা মহম্মদ সেলিম করোনা পজিটিভ হওয়ায় তাঁর চিকিৎসা চলছে। তবে লোয়ার রেসপিরেটরি ট্র্যাকে সংক্রমণ রয়েছে। এখন তাঁর শরীরে একশো শতাংশ অক্সিজেন যাচ্ছে। পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। চিকিৎসায় দারুণ সাড়া দিচ্ছেন। ক্রিটিক্যাল কেয়ায় ইউনিটের চিকিতৎসকদের একটি টিম সর্বক্ষণ তাঁর ওপরে নজর রাখছেন।





























































































































