রাম মন্দির শিলান্যাসে টানা তিন দিনের যজ্ঞ। সোমবার সকাল ন’টা থেকে শুরু হয়ে গেল সেই যজ্ঞ। যজ্ঞে অংশ নেবেন ২০০ জন পুরোহিত। ফলে কোভিড নীতি কতখানি পালন করা যাবে, সে নিয়ে প্রশ্ন। মন্দির কমিটি আর প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সকলের কোভিড পরীক্ষা করা হবে। কিন্তু প্রশাসন থেকে পুরোহিত, পুলিশ থেকে সাধু, সকলের পরীক্ষা আদৌ কীভাবে এই ৪৮ ঘন্টায় সম্ভব, তা এখনও পরিষ্কার নয়।