এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন কংগ্রেস সাংসদ, পি চিদাম্বরমের ছেলে কার্তি চিদাম্বরম। তিনি ট্যুইটারে তাঁর আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছেন। সোমবার তিনি লিখেছেন, আমি সদ্য কোভিডের টেস্ট করিয়েছি। সেখানে দেখা গিয়েছে আমি পজিটিভ। আমার সামান্য উপসর্গ রয়েছে এবং চিকিৎসকদের পরামর্শে আমি এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছি। আমি অনুরোধ করছি, যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা এখনই করোনা স্বাস্থ্যবিধি মেনে চলুন।