লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনার সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হওয়ার পর থেকে সারা দেশে চিন বিরোধী হওয়া বইতে শুরু করে। প্রাথমিকভাবে তা পৌঁছে যায় বিসিসিআইয়ের অন্দরমহলেও। আইপিএলের টাইটেল স্পনসর-সহ চিনা সংস্থাগুলির সঙ্গে বিসিসিআইয়ের একাধিক স্পনসরশিপ চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে যায়। যদিও
আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে রবিবার আলোচনা হয়, তা হল চিনা সংস্থাগুলির সঙ্গে স্পনসরশিপ চুক্তি। বৈঠকের শেষে বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়, আপাতত আইপিএলের সমস্ত স্পনসরের সঙ্গে বোর্ডের সম্পর্ক বজায় থাকছে। অর্থাৎ, আসন্ন মরশুমেও আইপিএলের টাইটেল স্পনসর থাকছে মোবাইল ফোন প্রস্তুতকারক চিনা সংস্থা ভিভো।
২০১৮ সালে পাঁচ বছরের জন্য বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয় তারা। বার্ষিক ৪৪০ কোটি টাকা হিসাবে পাঁচ বছরের জন্য মোট ২১৯৯ কোটি টাকার মূল্যে ভিভো কিনে নেয় ইন্ডিয়ান প্রিমিয়র লিগের টাইটেল স্পনসরশিপ।
এদিনের বৈঠক থেকেই প্রতি দলকে ভিসার প্রক্রিয়া শুরুর কথা বলা হয়েছে। লকডাউনের জেরে বন্ধ আন্তর্জাতিক উড়ান। তাই দেশি-বিদেশি সব ক্রিকেটারদের থাকছে চাটার্ড উড়ানের ব্যবস্থা। ২৪০ পাতার সুরক্ষা বিধি চূড়ান্ত করতে দায়িত্ব দেওয়া হচ্ছে এক বেসরকারি সংস্থাকে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.






























































































































