সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করছে বিহার পুলিশ। তদন্তে নেমে মুম্বই পুলিশের কাছ থেকে নানাভাবে অসহযোগিতা পেতে শুরু করেছে বিহার পুলিশ। এবার বিহার পুলিশকে চমকে দিয়ে তদন্তে আসা এক আইপিএস অফিসারকে জোর করে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিল মুম্বই পুলিশ। বিহার পুলিশ ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেছেন, বৃহন্মুম্বই পুরসভার আধিকারিকরা এই অন্যায়, বেআইনি এবং জঘন্য কাজ করেছেন। তদন্তে যাওয়া আইপিএস অফিসার বিনয় তেওয়ারিকে কোনও কারণ ছাড়াই কোয়ারেনটাইনে পাঠিয়েছে পুর আধিকারিকরা। তিনি পাটনা থেকে মুম্বই নামার পরেই এই কাজটি করা হয়েছে। শুধু তাই নয় গভীর রাতে তাঁকে আইপিএস মেস তুলে নিয়ে গিয়ে গোরেগাঁওতে একটি গেস্ট হাউসের ঢুকিয়ে দেওয়া হয়েছে। বিহার পুলিশের ডিজি ক্ষোভ প্রকাশ করে বলেন, আসলে কী লুকোতে চাইছে মুম্বই পুলিশ তা বোঝাই যাচ্ছে। সুশান্তর মৃত্যু যে স্বাভাবিক নয় তা বারবার প্রমাণিত হচ্ছে।
বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন। বলেছেন, উদ্ধব মাফিয়াদের বাঁচানোর চেষ্টা করছেন। এর ফল ভালো হবে না। আমাদের মনে হচ্ছে সিবিআইকে দায়িত্ব দেওয়া উচিত তদন্তের। মহারাষ্ট্র বিজেপিও এই সুরে কথা বলেছে। মুম্বই পুলিশের আচরণ দেখে অন্যান্য বিরোধী দল একই সুরে সিবিআই তদন্ত চেয়েছে। সুশান্তর মৃত্যুর পিছনে যে ‘বড়’ রহস্য রয়েছে, তা পরিস্থিতি যেন বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।
Home গুরুত্বপূর্ণ সুশান্ত : তদন্তকারী আইপিএস অফিসারকে রাতে তুলে নিয়ে কোয়ারান্টিনে পাঠালো মুম্বই পুরসভা!
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































