মোদি এখনও নীরব, ওদিকে আইসোলেশনে গেলেন কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ

0
2

প্রধানমন্ত্রীর আইসোলেশনে যাওয়ার কোনও খবরই নেই৷ কিন্তু একই কারনে এবার আইসোলেশনে গেলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ। শনিবারই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা হয়েছিলো রবি শঙ্কর প্রসাদের। কোভিড পজেটিভ হয়েছেন অমিত শাহ। তাই নিয়ম মেনেই আইসোলেশনে যাচ্ছেন রবিশঙ্কর। রবিবার বিকেলে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন অমিত শাহ। তাঁর সংস্পর্শে আসা সকলকে আইসোলেশনে যাওয়ার আর্জিও জানিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী। সেই বিধি মেনে আইসোলেশনে আগেই গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এবার সেই তালিকায় এলেন রবি শঙ্কর।