দিলীপ-রাহুলকে বিশালাকার রাখি পরিয়ে উৎসব পালন মহিলা মোর্চার

0
5

করোনা আবহের মধ্যেই জমিয়ে রাখি বন্ধন উৎসব পালন করলো বিজেপি মহিলা মোর্চার সমর্থকরা। মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল রাজ্য সভাপতিকে দিলীপ ঘোষকে প্রথমে একটি বিশাল আকারের রাখি পরান। সেই রাখিতে আবার দিলীপ ঘোষের ছবি দেওয়া ছিল। দলের অন্যরা রাহুল সিনহাকে একইভাবে রাখি পরান। সেখানে আবার রাহুল সিনহার ছবি ছিল।

এদিন অনুষ্ঠানে দিলীপ ঘোষ বলেন, “রাখি উৎসব এবার সেভাবে হচ্ছে না । তবে আমরা নিয়ম মেনে পরস্পরকে রক্ষা করার জন্য করছি। আজকের দিনে রাখি করোনা যোদ্ধাদের পরানো উচিত, যাঁরা গত চার মাস ধরে লড়াই করে চলেছেন। ডাক্তার, নার্স, সাফাইকর্মী, সাংবাদিক, যাঁরা করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছেন, তাঁদের রাখি পরান।”