আজ থেকে টানা তিনদিন অকাল দেওয়ালি অযোধ্যায়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গোটা আয়োজনের দায়িত্বে। আজ সকালে গৌরীগণেশের পুজো দিয়ে শুরু হয়েছে তার শুরুয়াৎ। কী কী হবে রাম মন্দির শিলান্যাসের দিনে?
১. তিন ধরণের যজ্ঞ হবে অযোধ্যায়, যার প্রথম পর্বের যজ্ঞের কাজ শুরু হয়েছে।
২. অনন্ত সন্ধিক্ষণে হবে রাম মন্দিরের পুজো।
৩. মন্দিরে ঘট স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
৪. ৩২ সেকেন্ডে ঘট স্থাপন করবেন মোদি।
৫. ভূমির পুজোয় শ্রীরামচন্দ্রকে লাড্ডু নিবেদন করবেন প্রধানমন্ত্রী।
৬. ১ লক্ষ ১১ হাজার লাড্ডু তৈরি করে বিতরণ করা হবে।
৭. তবে যেভাবে চাহিদা বাড়ছে, তাতে মোট লাড্ডুর পরিমাণ ২.৫০লক্ষ -৩ লক্ষ হবে।
৮. ২০০ পুরোহিত যজ্ঞের দায়িত্বে।
৯. মঞ্চে থাকবেন প্রধানমন্ত্রীসহ পাঁচজন। মঞ্চের বাম দিকে মন্দির কমিটির বিশিষ্টরা। মঞ্চের সামনে ভিআইপিরা। তারপর সোশ্যাল ডিয়াট্যান্স মেনে ১৫০-র বেশি অথিথিরা।
১০.মন্দিরের তলায় ক্যাপসিউল। থাকবে রাম মন্দিরের ইতিহাস, সুপ্রিম কোর্টের রায়।
১১. এক লক্ষ প্রদীপ জ্বলবে।


