রামমন্দির তৈরির দুই স্থপতি লালকৃষ্ণ আদবানি ও মুরলি মনোহর যোশীকে কেন্দ্র করে বিজেপির রাজনীতি ক্রমশ সরগরম হচ্ছে। সোমবার বিজেপি সূত্রে খবর, পরশু দিন মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান, অথচ দুই বর্ষীয়ান নেতাকে নাকি আমন্ত্রণই করা হয়নি! ফলে তাঁরা আদৌ ভিডিও কনফারেন্সে অংশ নেবেন কিনা সে নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। দিল্লিতে আদবানির দফতরও স্পিকটি নট। ফলে ধোঁয়াশা তৈরি হয়েছে। শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়া অন্য কোনও মন্ত্রী উপস্থিত থাকছেন না বলেই খবর।
এদিকে আজ শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে অযোধ্যায় যাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিরাপত্তা খতিয়ে দেখবেন। করোনা প্রতিরোধের কথা মাথায় রেখে স্যানিটাইজেশন এবং সামাজিক দূরত্ব বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। দুপুর ১২.৩০ থেকে তিনি মন্দির কমিটি এবং প্রশাসনের সঙ্গে ধাপে ধাপে বৈঠক করবেন।































































































































