বিশ্ব জুড়ে অতিমারি আর তার ফলে লকডাউন, আর্থিক মন্দা- এসব কিছুর প্রভাব পড়েছে শিল্প-বাণিজ্যে। বাদ যায়নি ফ্যাশন জগতও। বস্ত্র-বয়ান শিল্পের উপরেও অতিমারির চূড়ান্ত প্রভাব পড়েছে। ফ্যাশন দুনিয়া যেন থমকে গিয়েছে। ডিজাইনাররা যেমন নিজস্ব রেঞ্জ শোকেস করতে পারেননি, তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে হস্তশিল্প। এর থেকে মুক্তির উপায় কী? কীভাবে আবার ঘুরে দাঁড়াবে এই ইন্ডাস্ট্রি? এই নিয়েই ওয়েব প্লাটফর্মে ১৪ তারিখ বিকেল পাঁচটা থেকে একটি আলোচনা সভার আয়োজন করেছে সিআইআই আইডব্লিউএন। সংস্থার চেয়ারপার্সন সুচরিতা বসু জানালেন, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফ্যাশন জগৎ কীভাবে নিউ নর্মাল লাইফে মানিয়ে নেবে- তা জানাতেই এই আলোচনা সভার আয়োজন।
এই আলোচনাটিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে থাকছে হস্তশিল্প এবং তার বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা। তাতে অংশগ্রহণ করছেন ‘বাইলুম’-এর অন্যতম কর্ণধার মালবিকা বন্দ্যোপাধ্যায় এবং ‘বিশ্ব বাংলা’-র ক্যাটাগরি ম্যানেজার ময়ূখী বসাক। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ‘সাশা’-র সিইও রূপা মেহতা।
দ্বিতীয় অংশে থাকবে ফ্যাশন দুনিয়ায় এই মুহূর্তে কী সংকট দেখা দিয়েছে, কী সমস্যার সম্মুখীন হচ্ছেন বিখ্যাত সব ফ্যাশন ডিজাইনাররা, তার সমাধান আসবে কোন পথে? সেই পর্যায়ের আলোচনায় থাকবেন ফ্যাশন ডিজাইনার কিরণ উত্তম ঘোষ এবং নীল। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন টেলিগ্রাফ-টি 2-র এডিটর স্মিতা রায়চৌধুরী।